পরশুরাম প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ডাঃ জাহানারা আরজু বলেছেন,ছাত্রছাত্রীকে নৈতিক মানুষ হিসেবে তৈরি করতে হবে। এক্ষেত্রে পিতামাতাকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শুক্রবার বিকালে পরশুরামের শেখ কামাল মিলনায়তনে প্রতিভা অন্বেষণ সোসাইটির উদ্যোগে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিভা অন্বেষন সোসাইটির প্রধান সমন্বয়ক এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, জেলা পরিষদ সদস্য নিলুফা করিম মজুমদার,প্রতিভা অন্বেষনের পরীক্ষা নিয়ন্ত্রক সৌমেন সাহা।
গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সানজিদা দীপার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিভা অন্বেষণ সোসাইটির আহবায়ক ইমাম হোসেন সজীব,পরিচালক মাহমুদুর রহমান মজুমদার মামুন ও দৈনিক মানবজমিন ও স্টারলাইন পত্রিকার পরশুরাম প্রতিনিধি এম এ হাসান।
অনুষ্ঠানে ১শ ২০ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।