ছাগলনাইয়া প্রতিনিধি : ৪ জুন (মঙ্গল বার) ছাগলনাইয়া থানা কম্পাউন্ডে ছাগলনাইয়া উপজেলার পাঁচ টি ইউনিয়নের ৩৮ জন পুরুষ ও ৭ জন মহিলা গ্রাম পুলিশ সহ জিরো পয়েন্টে যানজট নিরসনে নিয়োজিত ছাগলনাইয়া পৌরসভার ৭ জন স্বেচ্ছাসেবকে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শাড়ী, লুঙ্গী,সেমাই,চিনি বিতরন করেন।
এই সময় উপস্হিত ছিলেন ছাগলনাইয়া (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশান চাকমা, ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), সুদ্বীপ রায় এবং সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ মুনিরুল ইসলাম।