ছাগলনাইয়া প্রতিনিধি : ছাগলনাইয়া উপজেলা বিএনপির ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান গতকাল সোমবার বিকেলে স্থানীয় জমদ্দার বাজারের একটি মার্কেটে অনুষ্ঠিত হয়েছে । এতে বিএনপির যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের মিলনমেলা ঘটে। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনের বিএনপির দলীয় প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা যুবদলের সাধারন সম্পাদক নাছির উদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম কায়ছার এলিন, পৌর বিএনপির সভাপতি ইউছুপ মজুমদার, সাধারণ সম্পাদক কাজী আবদুল লতিফ, সাংগঠনিক সম্পাদক মনির আহাম্মদ খোকন, বিএনপি নেতা আবুল খায়ের মজুমদার বাবুল, পৌর যুব দলের সভাপতি কাজী জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাফর হোসেন মজুমদারের, মহামায়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল করীম লিটন,রাদানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব,
পাঠাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি সরওয়ার হোসেন, শুভপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান, ছাগলনাইয়া উপজেলা যুবদলের নেতা জনার,আলমগীর। ছাগলনাইয়া।ফেনী জেলা ছাত্রদলের সহ সভাপতি লাখি,মিল্লাত,জাফর । উপজেলা ছাএদল এর নেতা ও মহামায়া ইউনিয়ন ছাএদলের সভাপতি ফজলুল মজিদ জোটন, সাধারণ সম্পাদক জেবল হক,আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয়ে কলেজ শাখা ছাএদল এর নেতা কাউসার হামিদ, ছাগলনাইয়া উপজেলা ছাএদল এর নেতা নাজিম,নোমান, আনোয়ার,ফেনী জেলার সেচ্ছাসেবক দলের সাবেক সহ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন রাজিব।
উপজেলা কৃষক দলের সভাপতি মোয়াজ্জম হোসেন মজল, সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিন, সহ ছাগলনাইয়া উপজেলা ও বিএনপি ,যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দলের এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
এই দিকে উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ঈদ এর শুভেচ্ছা জানান অর্পন বাংলাদেশ ছাগলনাইয়া শাক্ষা প্রধান উপদেষ্টা জাফর হোসেন মজুমদার।
বিশেষ ধন্যবাদ ও ঈদ এর শুভেচ্ছা জানাচ্ছি অর্পন আহবায়ক ও সৌদিআরব রিয়াদস্হ ফেনি জেলা যুবদল সভাপতি জনাব আবদুল হালিম।