এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ১৫ই আগস্ট, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে ছাগলনাইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী ১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হোসেন পাটোয়ারী,
পৌর মেয়র এম মোস্তফা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেসবাহ্ উদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছু উদ্দীন বুলু মজুমদার, সহ- সভাপতি গিয়াস উদ্দীন বুলবুল,ভাইস চেয়ারম্যান এয়ার আহাম্মদ ভূঁইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী,বিআরডিবির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক মজিবুর রহমান মজিব, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার এর ছোট বোন রোকেয়া রফিক বেবি,মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ চৌধুরী ও মোঃ রফিক এবং সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী।
এসময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তি,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,কবি-সাহিত্যিকসহ সরকারীও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিরতন করা হয়।