মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল >>
ছাগলনাইয়ায় ঘটা করে বিবাহ বার্ষিকী পালন করলেন বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সহ-সভাপতি ও ঢাকা মীরপুর শাহআলী টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী কাজী আশিকুল ইসলাম ও মটুয়া দক্ষিণ প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার। ১৮ আগস্ট সন্ধ্যায় স্থানীয় ফুড জোন রেস্টুরেন্টে বিবাহ বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন কাজী আশিকের বন্ধু মহল।
এ সময় কেটে কেটে বিবাহ বার্ষিকীর আয়োজন শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা জালাল হোসেন মজুমদার আশিব, ওমর ফারুক, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান খোন্দকার। ক্যামরায় ছিলেন, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সদস্য সাব্বির আহমেদসহ প্রমুখ।
এ সময় গানে নাচে প্রাণবন্তর খাকে অনুষ্ঠানের পুরো সময়।
এ সময় কাজী আশিকুল ইসলাম ও তাহমিনা আক্তার জানান, আজ থেকে প্রায় ৬বছর পূর্বে আমাদের বিবাহ হয়েছিল। আল্লাহ রহমতে আমাদের সংসারে আলোকিত করে তাওসিয়া জন্ম গ্রহণ করেন। আল্লাহর রহমতে আমরা বর্তমানে খুবই সুখে আছি। আমরা আমাদের পিতা-মাতা, শ্বশুর-শ্বাশুড়ি, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ সকলের নিকট দোয়া প্রার্থী। যাহাতে আমাদের বাকী জীবনটাও ঠিক এইভাবে হাসিখুসিতে কেটে যায়-আমিন।