এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ছালনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক মাঈন উদ্দীনের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শুভপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে শুভপুর নতুন বাজারে সেন হোসেন মার্কেটের নিচ তলায় উক্ত মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান মজনু,স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য ফজলুর রহমান সজিব,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোতাহের হোসেন,যুবলীগ নেতা হাফিজুল ইসলাম মামুন, মরহুমের পরিবারের পক্ষে তার বড় ভাই জাফর উদ্দীন ও ছোট ভাই সাহাব উদ্দীন,আসিফ ও প্রদীপসহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মরহুম মাঈন উদ্দীনের নিজ গ্রামে বালির চর জামে মসজিদের পাশে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য ২০১৮ সালের ১৬ আগস্ট চট্রগ্রামের ফয়েস লেক এলাকায় লেক সিটি হোটেলে মাঈন উদ্দীনকে ঘাতক রোকসানা আক্তার পপি ছুরিকাঘাত ও মাথা বিচ্ছিন্ন করে নির্মমভাবে হত্যা করে।