ইকবাল হোসেন সাব্বিরঃ-
২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে মরহুম ডাঃ আবু বক্কর ছিদ্দিক চৌধুরী স্মৃতি ভলিবল টূর্ণামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারী রাত ৮টায় এই খেলা শুরু হয় ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের সত্যনগর গ্রামে। মহামায়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা তারেক ফরায়েজীর সঞ্চালনায় ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন’র সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোতালেম শাহ চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও মহামায়া ইউপি সদস্য নুরুল করিম চৌধুরী সবুজ, ৫নং মহামায়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহেব মজুমদার, সত্যনগর চৌধুরী বাড়ী হাফেজিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদ’র সভাপতি মনির আহাম্মদ চৌধুরী, সিটি ব্যাংক লিঃ চাঁদগাজী এজেন্ট শাখার পরিচালক নিজাম উদ্দিন মজুমদার, সৌদি আরব প্রবাসী শামিম মজুমদার, সাংবাদিক মোঃ শেখ কামাল, আবুল হাসান, এবিএম নিজাম উদ্দিন, নুরুজ্জামান সুমন, নজরুল ইসলাম চৌধুরী, শাহ আলম, কাজী নুরুল আলম নিলু, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাংবাদিক মোঃ এনায়েত উল্যাহ সোহেল, টাইম বাংলা নিউজের বার্তা সম্পাদক ও ফেনীর প্রতিদিন ফুলগাজী নিউজ’র উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন সাব্বির।
ভলিবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় সোনাগাজী দল, চাঁদগাজী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শেষে চ্যাম্পিয়ন, রানাস-আপ ও ৩য় স্থান নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি মহামায়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহামায়া ইউপি চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী জানান, সমাজ থেকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস দূর করার জন্য খেলাধুলার বিকল্প কিছুই নেই। আমরা এই বছর অনেকগুলো টূর্ণামেন্টের আয়োজন করেছি মহামায়ার ছাত্র ও যুব সমাজকে উর্জ্জিবিত রাখার জন্য। সকল খারাপ কিছু থেকে রক্ষার করার জন্য। কারণ আপনারাই সঠিক ভাবে মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতির হাল ধরবেন।