আহমেদ রনিঃ- কঠোর লকডাউনের ৫ম দিন সোমবার(০৫ জুলাই) ছাগলনাইয়ায় দোকান খোলা রাখ, মাক্স না পরা ও অতি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসার অভিযোগে ১০ হাজার ৪শ ৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
৩৫টি মামলায় ৩৫ জন্য আসামীকে ১০ হাজার ৪শ ৫০ টাকা জরিমানা করা হয়। আদালতের নেতৃত্ব দেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম।সকাল হতে অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া পৌরসভার জনসমাগম হয় এমন বিভিন্ন পয়েন্ট, জিরো পয়েন্ট, জমাদ্দার বাজার ও জঙ্গলমিয়া বাজার।
অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।