সাজ্জাদ হোসেন রাকিবঃ- মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে বক্তারহাট ক্রীড়া সোসাইটি’র উদ্যোগে বক্তারহাট বাজার সংলগ্ন মাঠে বক্তারহাট ক্রীড়া সোসাইটি’র প্রচার সম্পাদক নাছির উদ্দিন রাকিব চৌধুরীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাষ্টার আবুল কালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে ক্রীড়া সাহায্য করে। ক্রীড়াঙ্গনের সকল ক্ষেত্রেই এগিয়ে রয়েছে ফেনী জেলা। ফেনী সব সময় সরকারি ও বেসরকারিভাবে ফেনীতে সম্প্রতি অনেকগুলো খেলাধুলা আয়োজিত হয়েছে। ক্রীড়াঙ্গনে এখন বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বক্তারহাট ক্রীড়া সোসাইটি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য আ জ ম মনসুরের সভাপতিত্বে সোসাইটি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু রাজের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবদুল হালিম, জমিলা হক ট্রাস্টের অফিসার ইনর্সাচ জাফর হোসেন মজুমদার, বক্তারহাট ক্রীড়া সোসাইটির উপদেষ্টা আনোয়ার হোসেন, জেবল হক, ফুলগাজী নিউজ ডটকমের নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ হোসেন রাকিব প্রমুখ।
এর আগে উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী মটুয়া আর্দশ তরুন একাদশ ও ইসিবি ঈদগাহ একাদশ খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিবৃন্দ এবং বক্তারহাট ক্রীড়া সোসাইটির উপদেষ্টা ফেনী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আজিজ আহম্মেদ চৌধুরী’র স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উক্ত টুর্নামেন্টে ২৪ টি দল অংশগ্রহণ করেছে বলে জানান আয়োজন কারী।