ইকবাল হোসেন সাব্বিরঃ-
আনন্দগণ পরিবেশের মাধ্যমে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ বল্লভপুর স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। শনিবার ২৭ ফেব্রুযারী দুপুর ১২টায় উক্ত অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মমিন ও সভাপতিত্ব করেন দক্ষিণ বল্লভপুর স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন সিকদার মামুন এবং অনুষ্ঠানের সার্বিক পরিচালনা দ্বায়িত্বে ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ ফেনী ও ছাগলনাইয়া উপজেলার নেতাকর্মীবৃন্দসহ শুভপুর ইউনিয়ন জাসদের সভাপতি ৬নং ওয়ার্ড জনপ্রতিনিধি আবুল বশর মেম্বার। উক্ত অনুষ্ঠানের শুরুতে স্কুল কমিটির অতিথি বরণ শেষে ইউনিয়ন জাসদ নেতা এমপি শিরীন আক্তার কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এমসয় আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা কর্মরত সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র/ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ প্রমুখ ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তব্য রাখেন বিশেষ অতিথিবৃন্দরা। এসময় এমপি শিরীন আক্তার বলেন, “দেশনেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যালয়ের রুপ পরিবর্তন হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা ফেনী-১ আসনের মধ্যে প্রতিটি বিদ্যালয় নিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করছি। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই। সবাই হাতে হাত রেখে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জাতি কে সুশিক্ষিত করার শপথ গ্রহণ করতে চাই।”