আহম্মেদ রনিঃ- দেশে তৈরি অস্ত্রসহ আলাউদ্দিন হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশ।
১৫মে (মঙ্গলবার) রাতে উপজেলার মহামায়া ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এসময় তার কাছে থাকা দেশে তৈরি একটি চাইনিজ কুড়াল,তিনটি রাম দা এবং দুটি টর্চ লাইট জব্দ করা হয়।সে উপজেলার মাটিয়াগোদা গ্রামের আবুল হাশেমের ছেলে।
ছাগলনাইয়া থানার ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, মহামায়া ব্রীজে ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদে এস আই মোহাম্মদ মনিরুল ইসলাম, এস আই মোঃ জাহাঙ্গীর দর্জি, এস আই আবদুর রহমান এবং এএসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতি প্রস্তুতির পৃথক দুটি মামলা করেছে পুলিশ।