আহমেদ রনিঃ- পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতারের ঐচ্ছিক তহবিল থেকে ছাগলনাইয়ায় অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যােগে চেক বিতরণ অনুষ্ঠানে বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে জন প্রতি ১ হাজার টাকা করে ২২০ নারীকে ২ লাখ ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা।