ছাগলনাইয়া প্রতিনিধিঃ-
ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়ন পরিষদে সেবা পাচ্ছেনা বলেই অভিযোগ করেন স্থানীয় জনসাধারণ। খবর পেয়ে আমাদের প্রতিনিধি সরেজমিনে গিয়ে দেখতে পায় ঘটনার সত্যতা। উল্লেখ্য যে ছাগলনাইয়া উপজেলার ৯ নং শুভপুর ইউনিয়নে প্রতি বুধবার পল্লী আদালতে মামলা নিষ্পত্তির নির্ধারিত তারিখ থাকলেও গতকাল বুধবার দুপুর ১ টায় বোর্ড অফিসে গিয়েও পাওয়া যায়নি কাউকে। তালাবন্ধ রয়েছে পরিষদের প্রতিটি কক্ষরুমের দরজায়।
বিশেষ সূত্রে জানাযায়, শুভপুর ইউনিয়নে বর্তমানে প্রায় ৬৩ টি মামলা বিচারাধীন অবস্থায় ঝুলে আছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভোক্তভূগীরা জানান, আমরা মামলার বিচারের আশায় প্রতিনিয়ত আসা যাওয়া করেই যাচ্ছি। তবে কোন না কোন বাহানাতেই বিচার কার্য শেষ হচ্ছেনা। এ ব্যাপারে ইউনিয়ন চেয়ারম্যান আবদুল্লাহ সেলিমের কাছে জানতে চাইলে, তিনি জানান আমি অসুস্থ থাকায় পরিষদে আসতে পারিনি। তবে জনসাধারণের প্রশ্ন, আমরা সপ্তাহে একদিন মামলা নিস্পত্তির সময় পাই, সেই দিন তিনি অসুস্থ বা উপজেলায় মিটিংয়ের বাহানা করেন। এভাবে আমরা আর কত হয়রানীর স্বীকার হবো? আবদুল্লাহ সেলিমের বিরুদ্বে এছাড়াও আরো অনেক অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের’র কাছে জানতে চাইলে তিনি জানান, আমার জানামতে শুভপুর ইউনিয়ন পরিষদে মামলার জট রয়েছে। এ ব্যাপারে গত ১৫ ফেব্রুয়ারী উপজেলা আইনশৃংখলা মিটিংয়ে আবদুল্লাহ সেলিমকে দ্রুত মামলার জট-ঝামেলা এবং জনগণের ভোগান্তি কমাতে বলেছি।