ফারুক আহমদ শামীম ঃ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রৌশন ফকির দরগাহ মাদরাসা’র মা অভিভাবিকা সমাবেশ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুলাই)সমাবেশ টি মাদরাসা অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়।
হিফয বিভাগীয় প্রধান হাফেজ ফারুক আহমদ শামীম এর সঞ্চালনায় মাদরাসা’র সিনিয়র শিক্ষক মাওলানা শামীম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,রৌশন ফকির দরগাহ মাদরাসা’র সুপার হাফেজ মাওলানা আবদুল হক নোমানী, অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদরাসা’র সিনিয়র শিক্ষক হাফেজ জামাল উদ্দিন, মাদরাসা’র শিক্ষক হাফেজ নুরুল ইসলাম প্রমুখ।
শিক্ষার ওপর গুরুত্বারোপ করে হাফেজ মাওলানা আবদুল হক নোমানী বলেন, উন্নত সমাজ ও দেশ গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। একটি শিক্ষিত জাতি দেশকে দারিদ্র্যমুক্ত ও দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে পারে ।
ধর্মীয় শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা, সু-শিক্ষায় জাতির মেরুদণ্ড, সু-শিক্ষা ছাড়া একটি জাতি কখনো উন্নতি করতে পারেনা৷ দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা গ্রহণ করার ব্যাপারে অভিভাবক দের সচেতন হওয়ার জন্য আহবান জানান।
সমাবেশ শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মাদরাসা’র সিনিয়র শিক্ষক হাফেজ জামাল উদ্দিন।