মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল : ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান উত্তর কুহুমা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ক্লাশ চলাকালীন সময়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ১২-১৪টি মোবাইল ফোন জব্দ করেছে মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আনোয়ার উল্যাহ। ১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় এ মোবাইল ফোন জব্দ অভিযান পরিচালনা করা হয়।
মাদ্রাসা সুপার মাওলানা মোঃ আনোয়ার উল্যাহ জানান, পূর্ব থেকে এই মাদ্রাসায় ক্লাশ চলাকালীন সময়ে ছাত্র/ছাত্রীদের সবধরনের মোবাইল ফোন নিষিদ্ধ ছিল। কিন্তু আমাদের কাছে তথ্য ছিল যে, কিছু কিছু ছাত্র/ছাত্রী গোপনে মোবাইল ফোন ক্লাশে নিয়ে আসে। আজকে আমরা মাদ্রাসার সকল ক্লাশে গিয়ে ছাত্র/ছাত্রীদের বইয়ের ব্যাগ থেকে উক্ত মোবাইল ফোন গুলো জব্দ করি। মোবাইলগুলো ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে তারপর অভিভাবকের হাতে দিবো। পরবর্তী অভিযানে আর কোন মোবাইল ফোন পেলে আমরা সাথে সাথে ভেঙ্গে ফেলবো।
এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।