কাউসার হামিদ সিকদার পিনু প্রতিনিধিঃ
ফেনী ছাগলনাইয়া বক্তার হাট ক্রীড়া সোসাইটির উদ্যোগে গত কাল শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় বক্তার হাট বাজারে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান কে সামনে রেখে বক্তার হাট-বাজারে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পূর্ণ হয়েছে।
এই সময় আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল খায়ের সভাপতিত্ব ও বক্তারহাট ক্রীড়া সোসাইটি উপদেষ্টা আ.জ.ম মনছুর রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারী কলেজ এর ইংরেজি বিভাগ এর সহকারী অধ্যাপক,সোহেল মোস্তাক। এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্রাহাম ফরাজী, উপদেষ্টা বক্তার হাট ক্রীড়া সোসাইটি, এস. এম সাফায়াত জাহান,
এই সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সোসাইটির উপদেষ্টা মন্ডলির সদস্য উদ্দীন শাহিন, আ.জ.ম মনজুর উজ্জ্বল, আনোয়ার হোসেন,বক্তারহাট ক্রীড়া সোসাইটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন শামিম, সাংগঠনিক সম্পাদক রাজু রাজ,প্রচার সম্পাদক,নাছির উদ্দিন রাকিব চৌধুরী
ক্রীড়া সম্পাদক,রুবেল হোসেন,কোষাদক্ষ,মো:মুরাদ হোসেন,সোসাইটির অন্যতম সদস্য আতিকুর রহমান বিকাশ, আনোয়ার হোসেন রাজু, এ.এইচ রনি ভুঁইয়া, সাখাওয়াত হোসেন শুভ, ওমর খান বাবু, রিয়াজ, নিশান, মোস্তাফিজ, বিশাল, সজিব, বিজয়, জনি, মনছুর, হাসান,আসিফ,সাগর।