মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল : ছাগলনাইয়া নবরণী ক্লাব’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । ৩১ মে শুক্রবার বিকেলে ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক উল্লাহ’র পরিচালনায় ও ছাগলনাইয়া নবরণী ক্লাব’র সভাপতি জহিরুল ইসলাম জহির’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর ও বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউল হক দিদার, ছাগলনাইয়া থানার এসআই আলমগীর, ইউপি সদস্য ও ফেনী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জমির উদ্দিন পাটোয়ারী বাবু, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ কফিল উদ্দিন, পূর্ব দেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন চৌধুরী, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, তথ্য ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল, উপজেলা যুবলীগ নেতা জালাল হোসেন মজুমদার আসিব, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন মিলন।
এ সময় মুনাজাত পরিচালনা করেন, মাওলানা আতিক উল্লাহ।