এম.নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লন্ডন প্রবাসির জায়গার উপর কলাবাগান কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ২৫ এপ্রিল শনিবার দুপুরে ইউনিয়নের জয়পুর গ্রামে খোন্দকার বাড়ীতে লন্ডন প্রবাসীর নিজ মালিকীয় জায়গার উপর কলা বাগানের সব কলা গাছ কেটে উজার করে ফেলেছে একই বাড়ীর প্রতিপক্ষ আবু সাঈদ খোন্দকার। জায়গার মালিক আজিজুল বারি লন্ডনে অবস্থান করায় তিনি এবং তার সকল বোন তাদের সম্পত্তি দেখভালের জন্য পাওয়ার অব এর্টনি দিয়ে দায়িত্বভার অর্পন করেন তাদের আপন বোন খালেদা খানমকে । সে হিসেবে সম্পত্তিগুলো খালেদা খানমের ছেলে মেজবাউল বারি খোন্দকার দেখাশুনা করে আসছে। এবং সম্পত্তিগুলো নিয়ে একই বাড়ীর প্রতিপক্ষ আবুল বশর গংদের সাথে আজিজুল বারির প্রায় ১২ বছর যাবৎ আদালতে দেওয়ানি মামলা চলছে।
মামলা চলাকালীন সময়ে আইনকে অমান্য করে ২৫ এপ্রিল দুপুরে বিরোধীয় জায়গার উপর থাকা কলা বাগানের সব কলা গাছ কেটে সাবার করে ফেলে প্রতিপক্ষ আবুল বাশার খোন্দকারের ছেলে আবু সাঈদ খোন্দকার।
অভিযুক্ত আবু সাঈদ খোন্দকারকে কলা বাগান কেটে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান এই জায়গাটি আমার সেজন্য আমি গাছগুলো কেটে ফেলেছি।
স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান কলা বাগানের গাছ কেটে ফেলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান এই জায়গা নিয়ে উভয় পক্ষের মাঝে দীর্ঘদিন আদালতে মামলা চলছে এবং যেহেতু জায়গা নিয়ে মামলা চলছে সেহেতু আদালতকে অমান্য করে প্রতিপক্ষ আবু সাঈদ গাছগুলো কাটা উচিত হয়নি।তবে উভয়ের সদিচ্ছা থাকলে সামাজিক বৈঠকের মাধ্যমেও সমস্যা সমাধান করা যেতে পারে।