নিজস্ব প্রতিবেদক : ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলামের উদ্যোগে এবং তার বন্ধুদের সহযোগিতায় এলাকার, অসহায়, হতদরিদ্র ৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৯ই এপ্রিল বৃহস্পতিবার ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম ও তার বন্ধু শাহিন, শাকিল, রুবেল, টিটু, সজিব, সাইফুল, শাহিন(২), জিসান, রতন, মানিক ও নাজিম’র সহযোগিতায় প্রতি পরিবারকে চাল ৫ কেজি, আলু ২ কেজি, মশুর ডাল ১ কেজি, চিড়া ২ কেজি, ছোলা ২ কেজি, চিনি ১ কেজি, পেয়াজ ১ কেজি, আটা ২ কেজি, তেল ১ লিটারসহ মোট ১৭ কেজি খাদ্য সামগ্রী দেওয়া হয়।
শরিফুল ইসলাম জানান, এলাকার অসহায় হতদরিদ্র ৭০টি পরিবারের জন্য আমি এবং আমার বন্ধুরা মিলে এই সহযোগিতার ব্যবস্থা করেছি। আমার বন্ধুরা সব সময় আমার এই মানবিক কাজে সহযোগিতা করে আসছিল। আমি তাদের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে আমাদের এই মানবিক ত্রাণ সহযোগিতা অব্যাহত থাকবে।