কাউসার হামিদ সিকদার পিনু : শনিবার ছাগলনাইয়ার জমিলা খাতুন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং ও ছেলে ধরা গুজবে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুল হুদা মজুমদার। সহকারি শিক্ষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মেজবাহ্ উদ্দিন আহমেদ।
এই সময় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষিকা জনাব রত্না চক্রবর্তী। সাংবাদিক কাউসার হামিদ শিকদার পিনু।
অত্র বিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ ছাড়াও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তফা চৌধুরী, সাহেনা আক্তার, আকলিমা আক্তার, নজরুল ইসলাম,নাছির উদ্দীন, আয়েশা আক্তার, ইকরামুল হক মজুমদার, সেলিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বলেন,
সম্প্রতি পদ্মা সেতু নির্মানে মানুষের মাথা লাগবে বলে দেশ ব্যাপি যে গুজব ছড়িয়ে পড়েছে,তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট গুজব ব্যাতিত অন্য কিছু নয়।এই বিষয় প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনাতা মূলক বিভিন্ন পোষ্ট বা সতর্কতা বানি প্রচার করা হচ্ছে। এই ধরনের গুজবে কেউ কান দিবেন না সঠিকভাবে যাচাই বাছাই করুন।
এদিকে সমসাময়িক বিষয় নিয়ে সরকারের উদ্যোগ বাস্তবায়নের আন্তরিকতার জন্য ছাগলনাইয়া উপজেলার সাধারণ মানুষ ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রশংসা করেন।