মিলন খন্দকারঃ- ছাগলনাইয়ায় রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ছাগলনাইয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।
ছাগলনাইয়া পৌরসভা সহ ৫ টি ইউনিয়ন প্রত্যেক ইউনিয়নের ৫০ জন কৃষককে মোট ৩০০ জন কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ করেছে কৃষি বিভাগ। (৩০ জুন) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে ছাগলনাইয়া উপজেলা নির্বাহি অফিসার সাজিয়া তাহের চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখার শিল্পী ও ৯নং শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন।
২০২০-২০২১ অর্থবছরে খরিফ-২ এর আওতায় ২০২১-২০২২ মৌসুমী রোপা আমন ধানের বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ জন কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি এমনওপি সার,১০কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে। স্বাগত বক্তব্য রেখেছেন ছাগলনাইয়া উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সাফকাত রিয়াদ ফাহিম ও উপজেলা কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুল করিম কাউসার।