পরশুরাম প্রতিনিধিঃ ফেনীর উত্তরাঞ্চলের প্রবীণ সাংবাদিক দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি, পরশুরাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা পাঠোয়ারী (৭০) মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে ফেনী সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
মৃত্যুকালে তিনি ন্ত্রী দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুম মোস্তফা পাঠোয়ারী শ্বাসকষ্ঠ ছাড়াও বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
প্রবীণ সাংবাদিক মোস্তফা পাটোয়ারীর মৃত্যুতে শোক জানিয়েছেন পরশুরাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
এছাড়াও ফেনী, পরশুরাম, ফুলগাজী ছাগলনাইয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
পরশুরাম প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ মিন্টু জানান, মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে মোস্তফা পাঠোয়ারীর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁর পরিবারের সদস্যরা পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কিন্তু তাঁর অবস্থা গুরুতর হওয়া কর্তব্যরত চিকিৎসকরা ফেনী সদর হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দিলে তার পরিবার ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে মারা যান।
ফুলগাজী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম রাজু শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এমন গুণী ব্যক্তির জন্ম সচরাচর হয় না।। সাংবাদিক মোস্তফা পাঠোয়ারীর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। দোয়া করি আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
জানা যায়, মরহুম মোস্তফা পাঠোয়ারীর নামাজের জানাযা অনুষ্ঠিত হবে আমজাদ হাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামে বিকেল ৩টায়।