নিজস্ব প্রতিবেদক : ফেনীর ছাগলনাইয়া, মনুরহাট ও বক্সমাহমুদ এলাকায় বসবাসরত সাধারণ মানুষের বহুদিনের প্রত্যাশা ঐ সড়কে নতুন করে বাস চলাচল। সেই প্রত্যাশার অবসান ঘটতে চলছে, চলতি সপ্তাহে ডিসেম্বরে ৭ তারিখে উদ্বোধন হতে পারে ফেনী ছাগলনাইয়া ও বক্সমাহমুদ সড়ক নতুন করে বাস চলাচল। এর মাধ্যমে পূরণ হবে সাধারণ মানুষের বহু দিনের প্রত্যাশা এবং চাহিদা।
ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হক চৌধুরী সোহেল উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় প্রাথমিক পর্যায়ে ফেনী ছাগলনাইয়া ও বক্সমাহমুদ সড়কে বাস চলাচলের উদ্বোধন করা হবে।
মেজবাউল হাজার চৌধুরী সোহেল ফুলগাজী নিউজ ডটকমকে জানান, আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি, প্রত্যাশা এবং চাহিদার কথা চিন্তা করে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করে জেলা প্রশাসনের সহযোগিতায় ডিসেম্বরের ৭ তারিখ ১০ টি বাস ফেনী ছাগলনাইয়া ও বক্সমাহমুদ সড়কে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
তিনি আরো জানান প্রাথমিকভাবে ফেনী ছাগলনাইয়া ও বক্সমাহমুদ সড়কে বাস চলাচল শুরু হলেই পরবর্তীতে ফেনী ছাগলনাইয়া ও শুভপুর সড়কে বাস চলাচলের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব।