সাজ্জাদ হোসেন রাকিবঃ-করোনায় ক্ষতিগ্রস্ত ব্যাটারি চালিত অটোরিকশা চালক,ভ্যানগাড়ি চালক ও শহরের নিম্ন আয়ের এক হাজার ব্যক্তিকে খাদ্য সহায়তা দেবার উদ্যোগ নিয়েছে ফেনী পৌরসভা।
শনিবার (১০ জুলাই) সকালে পৌরসভা প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র নজরুল ইসলাম স্বাপন মিয়াজী উদ্বোধন শেষে শহরের ট্রাংক রোডে ঘুরে ঘুরে নিম্ন আয়ের মানুষদের খুঁজে খুঁজে খাদ্য সহায়তা বিলি করেছেন তিনি। শনিবার সহযোগিতা পেয়েছেন ৪শ পরিবহন শ্রমিক ও মুচিরা। পর্যায়ক্রমে ১ হাজার জনকে সহায়তা করা হবে জানান স্বপন মিয়াজী। প্রতিটি প্যাকেটে ১৫কেজি চাল, এক লিটার সয়াবিন তেল, ১কেজি তরে চিনি, লবন, সেমাই, আলু, পেঁয়াজ, রসুন দেয়া হয়েছে।
ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন ফেনী পৌরসভার পক্ষ থেকে লকডাউন চলাকালীন সময়ে প্রায় এক হাজার প্যাকেট তৈরি করা হয়েছে। প্রতিজন নিম্নআয়ের মানুষকে খাদ্য সহায়তা দেয়ার প্রতিশ্রুতি নিয়ে ফেনী পৌরসভা এগিয়ে যাচ্ছে। কোন রিক্সা শ্রমিক তাঁতি ঝাড়ুদার, এর যেন অভুক্ত না থাকে সেদিকে পৌরসভার সঠিক নজর রয়েছে।