এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কাশীপুর আইডিয়াল একাডেমীর কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন করা হয়েছে। ৬ জুলাই শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে উক্ত পুরস্কার বিতরন করা হয়।প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ্য শিক্ষানুরাগী ও সমাজ সেবক সিরাজুল ইসলাম ভূঁইয়া।
অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাশীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ নুরুল্লা খাঁন বাচ্চু,মোঃ বেলাল এবং সাংবাদিক এম নিজাম উদ্দীন মজুমদার সজিব( মোহনা টিভি)।এসময় প্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক,অভিভাবক ও আগত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে ২০১৮ সালের পঞ্চম শ্রেনীর সমাপনি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১ জন শিক্ষার্থী ও বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতায় ২৮ ইভেন্টে অংশ নিয়ে ৮৪ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথীবৃন্দ।