নিজস্ব প্রতিবেদক : করোনার এই দুর্যোগে দেশের সকল মানুষ আজ গৃহবন্দি। মানুষ তাদের জরুরী প্রয়োজনে অনেকে বের হতে পারছেন না। সঠিকভাবে পারছেন না নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে। অন্যদিকে রয়েছে জরুরি ওষুধ সেবার কথা। পরশুরামের এলাকার সাধারণ মানুষের জরুরি ওষুধ সেবা দিতে পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি যুগান্তকারী উদ্যোগ “হ্যালো পরশুরাম” আগামীকালই উদ্বোধন হচ্ছে।
‘হ্যালো পরশুরাম‘ কার্যক্রমের উদ্যোক্তা জানালেন কিভাবে এই কার্যক্রম থেকে মানুষ সেবা নিতে হবে।
📲হট লাইন – 01818397496
যেভাবে করবেন ওষুধ অর্ডার :
১। আমাদের হট লাইন নাম্বারে ফোন দিবেন ।
২। আপনার নাম, বিস্তারিত ঠিকানা,মোবাইল নাম্বার জানাবেন এবং একই তথ্য আমার ইনবক্সে দিবেন ।
৩। ওষুধ এর নাম ও প্রেসক্রিপশন এর ক্লিয়ার ছবি আমার ইনবক্সে মেসেজ করবেন ।।
৪। মেসেজে আপনাকে একটি গোপন সিরিয়াল নাম্বার দেয়া হবে ।
৫। তখনই অর্ডারটি কনফার্ম করা হবে ।
যেভাবে ওষুধ গ্রহণ করবেন :
১। আমাদের প্রতিনিধি নির্ধারিত মেডিসিন পয়েন্ট থেকে ওষুধ কালেক্ট করে আপনার নির্ধারিত ঠিকানায় যাবার আগেই আপনাকে ফোন দিয়ে ওষুধ এর মূল্য জানিয়ে দিবে ।
২। আমাদের সময় বাঁচানোর স্বার্থে আপনি সে অনুযায়ী নির্দিষ্ট ওষুধের দাম প্রস্তুত করে রাখবেন ( ভাংতি টাকা সহ) ।
৩। আপনাকে কল দিলে আপনি বাসার গেইটে/নিচে এসে আপনার তালিকা অনুযায়ী ওষুধ বুঝে নিবেন এবং মেমো দেখে ওষুধের মূল্য প্রদান করবেন । (নিরাপদ দূরত্ব বজায় রাখবেন )
৪। কোন ডেলিভারি চার্জ দিবেননা ।
কখন অর্ডার দিবেন :
জরুরী এই পরিস্থিতিতে ওষুধ অর্ডার দেয়ার তিনটি শিফট থাকবে ।
১। প্রথম শিফট – সকাল ১১ থেকে দুপুর ২ টা ।
২। দ্বিতীয় শিফট – দুপুর ২ টা থেকে রাত ৮ টা ।
৩। তৃতীয় শিফট – রাত ৮ টা থেকে রাত ১১ টা ।
অনেক ওষুধ সব মেডিসিন শপ এ থাকেনা তাই খুঁজে নেয়ার জন্য সময় প্রয়োজন হয়,সেটিও বিবেচনায় রাখতে হবে ।
কখন ডেলিভারি পাবেন :
বর্তমান পরিস্থিতিযে ওষুধ ডেলিভারি ও দেয়া হবে দুটো শিফটে ।
১। প্রথম শিফট এ যারা অর্ডার দিবেন তাদের ওষুধ ডেলিভারি হবে – একইদিন বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে ।
২। দ্বিতীয় শিফট এ যারা অর্ডার করবেন তাদের ওষুধ ডেলিভারি হবে- একইদিন সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯টার মধ্যে ।।
৩। তৃতীয় শিফট – পরদিন সকাল ১১ থেকে ২ টার মধ্যে ।
এটা নির্ধারিত সময়টি চলমান এই পরিস্থিতির জন্য বিবেচ্য । এই সংকট কেটে গেলে পরিস্থিতি বিবেচনায় জানিয়ে দেয়া হবে ।
বিশেষ লক্ষ্য রাখবেন :
১। সেবাটি আপনাদের সুবিধার কথা ভেবে চালু করা হয়েছে, তাই আপনাদের সহযোগীতা ভীষন প্রয়োজন ।
২। এই ফ্রি সেবা চলমান থাকবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে ।
৩। পরশুরাম উপজেলা এলাকায় দেয়া হবে, পরবর্তীতে এরিয়া বাড়ানো হবে ।
৪। অর্ডার বাতিল করতে চাইলে অর্ডার করার ৩০ মিনিট এর মধ্যে জানাবেন ।
৫। যদি কোন ওষুধ পাওয়া না যায় তাহলে আপনাকে জানানো হবে ।
৬। এই সেবা সংক্রান্ত যেকোন পরিবর্তন, পরিবর্ধন অথবা ঘোষণা বাতিলের সর্বস্বত্ব সংরক্ষণ করে “হ্যালো পরশুরাম” কর্তৃপক্ষ ।
“হ্যালো পরশুরাম” এর উদ্যোক্তা ইয়াসিন শরীফ মজুমদার জানান, দেশের এই সংকট কালীন সময়ে পশ্চিম এলাকার সাধারণ মানুষের জন্য জরুরী ওষুধ সেবা দিতে আমার এ কার্যক্রম। তবে এ কার্যক্রম থেকে সেবা গ্রহণ করতে কোনরকম ডেলিভারি চার্জ দেয়া লাগবেনা। সম্পূর্ণ ফ্রিতে পরশুরামের সব এলাকায় পৌঁছে দেয়া হবে। তবে কয়েকটি শর্ত বিদ্যমান থাকবে।
📲হট লাইন – 01818397496