নিজস্ব প্রতিবেদক : বৈশ্বিক মহামারি করোনা’র এই দুর্যোগ সারা বিশ্বকে থমকে দিয়েছে। কেড়ে নিয়েছে লাখের অধিক প্রিয়জন। আক্রান্ত হয়েছে লাখ লাখ মানুষ। অর্থনৈতিকভাবে ২০ বছরের পিছনে চলে গেছে সারা বিশ্ব। জনজীবনে নেমে এসেছে দূর্ভোগ। অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে সকল কর্মজীবী মানুষ। এই মহা দুর্যোগে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুবউদ্দিন তার নিজস্ব তহবিল থেকে ভালবাসার উপহার খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন উপজেলার খেটে খাওয়া দুঃস্থ ও অসহায় মানুষদের বাড়ীতে।
১৫ এপ্রিল (বুধবার) ফুলগাজী থানা প্রাঙ্গনে অসহায়, দুঃস্থদের নামের তালিকা করে এই উপহার সামগ্রী পৌছে দিচ্ছেন অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন। সাধারণ মানুষদের জন্য দেয়া প্রতি প্যাকেট উপহারে রয়েছে, চাল ১০ কেজি, আলু ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি ও ১ কেজি পেঁয়াজ।
এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, উপজেলার বিভিন্ন জায়গা থেকে অনেকেই ফোন করে তাদের অসহায়ত্বের কথা জানিয়েছেন। তাই আমি আমার ব্যক্তিগত উদ্দোগে ফেনী জেলা পুলিশ সুপার নুরুন্নবী পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ৩ শত পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। আমার এই সহযোগিতা অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষদের জন্য অব্যাহত থাকবে।