নিজস্ব প্রতিবেদক : সারাদেশে মৃত ব্যক্তিদের লাশ পরিবহন ও দাফন করার উদ্যোগে ‘নুরে হারামাঈন মাদানী ফাউন্ডেশন’ নামের একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব শেখ আবদুল্লাহ। লাশ পরিবহনের জন্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব শেখ আবদুল্লাহ নিজস্ব অর্থায়নে একটি অ্যাম্বুলেন্স ক্রয় করেছেন।
সারাদেশেই করোনায় মৃত ব্যক্তিদের লাশ রেখে তাদের পরিবার পালিয়ে যাচ্ছে। এমণ সংবাদ এখন নিত্যদিন সোস্যাল মিড়িয়ায় দেখা যাচ্ছে। সেই কারণে লাশগুলোকে সুন্দরভাবে দাফন- কাফন সম্পন্ন করার জন্য এই ফাউন্ডেশনটি কাজ করবে।
প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থ, জনবল ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় থেকে রুগীদেরকে হাসপাতালে আনা নেওয়ার কাজ করবে। রোগীদের সার্বিক সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি এখানে কিছু স্বেচ্ছাসেবী আলেম -ওলামারা থাকবে। যারা করোনায় মৃত ব্যক্তিদের কবরস্থ করার যাবতীয় কাজ সম্পন্ন করবে।
আজ বুধবার (১৭ জুন) এই ফাউন্ডেশনটির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করবে ।
আলহাজ্ব শেখ আবদুল্লাহ জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে মানুষ আতঙ্কগ্রস্ত। অদৃশ্য এই ভাইরাসের ছোবলে মুহূর্তের মধ্যে শতশত মানুষ লাশ হয়ে যাচ্ছে। শ্মশান হয়ে যাচ্ছে কত শত জনপদ। জীবিত যারা একইসঙ্গে মৃত্যু ও বেঁচে থাকার উপায় উপকরণ নিয়ে অনিশ্চিত গন্তব্যের পথে। পৃথিবী নামক গ্রহের বাইরে বাংলাদেশ নয়। সুতরাং বাংলাদেশও বৈশ্বিক মহামারি আক্রান্ত জনপদের একটি। এই করোনার ভয়ে স্বজনেরাও লাশ রেখে পালিয়ে যায়।
এই লাশগুলোর দাফন সম্পন্ন করতেই আমি ‘নূরে হারামাঈন মাদানী ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছি। আল্লাহ তাঁদের সহায় হোক। আপনার ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং সরকারের নির্দেশনা মেনে চলুন।