এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ “পুলিশের সঙ্গে কাজ করি,মাদক-জঙ্গি- সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই শ্লোগানে সারা দেশের মত ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের আয়োজনে সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।সকালে থানা চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী।
অন্যান্যের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) নাহিদা আক্তার তানিয়া,পৌর মেয়র এম মোস্তফা,উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দীন মজুমদার,মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী ও উপজেলার কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক ও ঘোপাল ইউপি চেয়ারম্যান এফ এম আজিজুল হক মানিক।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব বদরুদৌজা ভূঁইয়া তারেক,রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, কাউন্সিলর হাবিবুর রহমান,জাহাঙ্গির আলম,মেহেদী হাছান চৌধুরী শিমুল,কামাল উদ্দীন পাটোয়ারী শিমুল,রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিদ্দা।
এর আগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কেক কেটে, রক্তদান কর্মসূচী ও রক্তের গ্রুফ নির্নয়ের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।শেষে থানা কম্পাউন্ডের সামনে থেকে একটি র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার থানার সামনে গিয়ে শেষ হয়।