সাজ্জাদ হোসেন রাকিবঃ- করোনা ভাইরাস যতদিন পর্যন্ত নির্মূল না হবে ততদিন পর্যন্ত খাদ্য কিংবা চিকিৎসা সংকটে পড়া ব্যক্তিদের নিজ সামর্থ অনুযায়ী সহায়তা করবেন বলে জানান ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।
কঠোর বিধিনিষেধে কর্মহীন ও অসহায় রিক্সা চালক ও ভ্যান চালকদের খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান কালে তিনি একথা বলেন।
শনিবার (১০ জুলাই) দুপুরে ছাগলনাইয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স আঙ্গিনায় এসব সহায়তা বিতরণ করা হয়।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পিকআপ চালক ও পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন।