ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলগাজী উপজেলা শাখার উদ্যোগে ২২শে মে’ বুধবার ফুলগাজী বাজারের জিরো পয়েন্টে গরীব- অসহায় ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম কিবরিয়া সাহেব।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, চকবস্তা এমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা শফি উদ্দিন সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব একরামুল হক ভূঁইয়া, মাওলানা তৈয়ব আল হাবীব ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসা, ইসলামী শ্রমিক আন্দোলন ফেনী জেলা শাখার সেক্রেটারী, জনাব মাওলানা আব্দুল মতিন সাহেব ৷ সদস্য মাওলানা জামাল উদ্দিন সাহেব ৷
উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলগাজী উপজেলা শাখার সভাপতি মুফতি শাব্বির আল হাবিব ৷সঞ্চালনায় ছিলেন, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রহিম দৌলতপুরী ৷