সাজ্জাদ হোসেন রাকিবঃ ফেনীর ফুলগাজীতে ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ। ফুলগাজী থানার এএসআই সঞ্জয় ভট্টাচার্য্য,এএসআই আব্দুল হান্নান কৃষকের বেশ ধরে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
১৪ ডিসেম্বর (মঙ্গলবার)গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক তদন্ত আবু তাহেরের নেতৃত্বে এসআই মোঃ আমির হোসেন,এএসআই সঞ্জয় ভট্টাচার্য্য,এএসআই আব্দুল হান্নানের সহায়তায় একটি টিম অভিযান পরিচালনা করে রাজেষপুর গামী পাকা সড়কের উত্তর শ্রীপুর সাকিনস্থ বড় কবরস্থান সংলগ্ন রাস্তার পাশে বাগানের উপর থেকে দেলোয়ার হোসেন (৩৯)কে ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফুলগাজী থানার নিলক্ষী (পশ্চিম নিলক্ষী) গ্রামের মো: ইউনুছের ছেলে।
উল্লেখ্য যে,আসামি দেলোয়ার হোসেনের নামে সিএমপি ডবলমুরিং থানায় একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা, পরশুরাম থানায় দুটি মাদক মামলা এবং ফুলগাজী থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।