নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম’র করোনা মুক্তি ও সুস্থতা কামনায় ফুলগাজী সদরের উত্তর দৌলতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই শুক্রবার জুমার নামাজের পরে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষক সাংবাদিক জহিরুল ইসলাম রাজু’র উদ্যোগে তার নিজ বাড়ির সামনে নবনির্মিত বাইতুল আমান জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে এলাকার সকল ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে নিয়ে দোয়া মোনাজাত করেন হযরত মাওলানা মোঃ আবদুল হক।
দোয়া-মুনাজাতে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, তার স্ত্রী ডাক্তার জাহানারা আরজু, তার মেয়ে রাইসা ও শ্বশুর-শাশুড়ির করোনা মুক্তি ও সুস্থতা কামনা করা হয়।