নিজস্ব প্রতিবেদকঃ ফুলগাজীর আমজাদহাটে অসহায়, গরীব শীতার্ত মানুষদের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেছে আলোর প্রদীপ মানব কল্যাণ সংস্থা।
১৭ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে “আলোর প্রদীপ মানব কল্যাণ সংস্থা” পক্ষ থেকে ১০০ জন শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে। এসময় বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আলোর প্রদীপ মানব কল্যাণ সংস্থা’র উপদেষ্টা মেজবাহ উদ্দিন শামীমের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ৫নং আমজাদহাট ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু। এসময় তিনি সমাজের সকল বিত্তবানদেরকে সংগঠনের সকল কার্যক্রমে সহযোগিতা করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খুরশীদ আনোয়ার ভূঁইয়া, ৫নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য জয়নাল আবেদীন জয়, সাবেক ইউপি সদস্য ইয়াছিন আলম মজুমদার, প্রবীণ আওয়ামীলীগ নেতা মুলকুতের রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আরিফ, সহ-সভাপতি ইমন, সাংগঠনিক সম্পাদক ইমরান চৌধুরী,যুগ্ন-সাধারণ সম্পাদক নাইম, মোশারফ ও ইফতেখার হোসেন সহ অনেকে। এসময় সড়ক দুর্ঘটনায় পা হারানো একজন রোগীকে কৃত্রিম পা সংযোগের জন্য অর্থিক অনুদান প্রদান করা হয়েছে।