এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ ধাপে সম্পন্ন হল ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন। এতে পুরুষ পদে এনামুল হক মজুমদার তালা প্রতীকে ৩০ হাজার ৮ শত ৯৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ জসিম উদ্দীন মাইক প্রতীকে পেয়েছে ১ হাজার ৮৯ ভোট।মহিলা পদে বিবি জোলেখা শিল্পী কলস প্রতীকে ২৮ হাজার ৮ শত ৮৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।
অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আরমিনা ফেরদৌস আইরিন হাঁস প্রতীকে পেয়েছে ২ হাজার ২ শত ৯২ ভোট।উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন জানান,সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে।নির্বাচনে ১ লাখ ৪২ হাজার ৭৯ জন ভোটার ৫১ টি কেন্দ্রের মাধ্যমে ৩৬৮ টি বুথে ভোট প্রদান করবে।তবে চেয়ারম্যান পদে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় উক্ত পদটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
নির্বাচনে অপৃতীকর ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশ বিজিবি র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা সতর্কঅবস্থানে তাদের পাশাপাশি ছিল জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট । তবে সকালে ভোট গ্রহন শুরু হলেও দুপুর ১২টা পর্যন্ত বহু কেন্দ্রে কোন ভোটারের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি এবং বাক্সে কোন ভোটও পরেনি।বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু কেন্দ্রে সামান্য ভোটার আসে ভোট দিতে।তবে নির্বাচনে যা ভোট পড়েছে তার বেশির ভাগই জালভোট লক্ষ্য করা গেছে।
উপজেলার নাগরিকদের কাছে ভোটের তেমন কোন আমেজ দেখা যায়নি।উল্লেখ্য গত ৩১ জুন ৫ম ধাপে ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়।